মোঃ ইউছুফ,লক্ষীপুরঃ
প্রধানমন্ত্রীর উদ্দ্যেগ ঘরে ঘরে বিদ্যুৎ। এমন উদ্যোগের মধ্যে সারা দেশে চালু রয়েছে ফ্রি বিদ্যুৎ প্রকল্প সেবা। কিন্তু দুঃখজনক হলেও সত্য কতিপয় দালাল চক্রের সদস্যরা এমন মহান প্রকল্পকে ভেস্তে নিচ্ছে গ্রাহক প্রতারনার মাধ্যমে।লক্ষ্মীপুর পৌর এলাকার ১৩ নং ওয়ার্ড (টুকাইমিয়া পোল) সংলগ্ন হাজী বাড়ীর মহিম মানুষকে বিদ্যুৎ লাইন দেয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা। স্থানীয় মুদি দোকানদার দালাল মহিমের বিরুদ্ধে এ নিয়ে প্রতিবাদের ঝড় তোলেন এলাকাবাসী। তারা বিষয়টি প্রশাসনের কাছে জানিয়েছেন বলে জানান। জানা যায়, প্রশাসন দালাল মহিমকে সাবধান করে গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে বলে। কিন্তু গ্রাহকদের অভিযোগ, দালাল মহিম গ্রাহকদের হুমকি দিচ্ছে যেনো কোথাও অভিযোগ না করে। ১৩ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর হাওলাদার, ছাত্রলীগ নেতা মাহতী মোহাম্মদ ও স্হানীয় আবুল কাশেম সহ এলাকার নারী -পুরুষরা দালার মহিমের বিরুদ্ধে স্চোচ্ছার হয়ে বলেন, ফ্রি বিদ্যুৎ সেবা। অথচ মানুষকে ভুল বুঝিয়ে গ্রাহকদের কাছ ৭ হাজার টাকা করে আদায় করে দালাল মহিম। এ বিষয়ে দালাল মহিম টাকা নেয়ার কথা স্বীকার করে। এ নিয়ে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কতৃপক্ষের মতামত, লিখিত অভিযোগ হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply