ঢাকা: ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাড়িঁয়েছে। কলকাতায়ও বুধবার (১৮ মার্চ) প্রথম একজনকে করোনায় আক্রান্তে শনাক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার সকাল পর্যন্ত ভারতে মোট কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৪৭।
ভারতের মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এখনও পর্যন্ত সেখানে ৪১ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ২৭। উত্তরপ্রদেশে ১৬ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অপরদিকে কেরল-সহ দেশের একাধিক রাজ্যে করোনার প্রকোপ দেখা দিলেও, এত দিন বাংলা সুরক্ষিতই ছিল। কিন্তু মঙ্গলবার লন্ডনফেরত এক যুবকের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে। কলকাতার বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন তিনি। এ ছাড়াও কোয়ারান্টাইনে রাখা হয়েছে আরও ১৮ জনকে। বুধবার সকালে আবার পুণেতে নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত ওই মহিলা সম্প্রতি ফ্রান্স এবং নেদারল্যান্ডস গিয়েছিলেন বলে জানা গিয়েছে। পুণের নায়ডু হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
এমনকি করোনার কবল থেকে রক্ষা পায়নি ভারতীয় সেনাবাহিনীও। লেহ-তে ৩৪ বছরের এক সেনাকর্মীর শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত তিনি ছুটিতে ছিলেন। তার বাবা সম্প্রতি ইরান থেকে তীর্থ করে ফেরেন। লেহ-র এসএনএম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাকে। পর্যবেক্ষণে রাখা হয়েছে তার স্ত্রী, দুই সন্তান এবং এক বোনকেও।
সূত্র: আনন্দবাজার
Leave a Reply